বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ফেনসিডিল সহ একজন আটক

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন   |   খুলনা


মনা বেনাপোল যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ মনিরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।


শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাতমাইল গোগা সড়কের বসতপুর নতুন কবরস্থানে সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে এ মাদকসহ আটক করে পুলিশ।


পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাইফুল ইসলাম ও এ এস আই ফিরোজ আহমেদ সাতমাইল গোগা সড়কের বসতপুর নতুন কবরস্থানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে।এসময় সে গোগার দিক থেকে বাই সাইকেলে চড়ে সাতমাইলের দিকে আসছিলো। পুলিশ তার শরীর তল্লাসি করে বডিফিট অবস্থায় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তার বাই সাইকেলটিও জব্দকরা হয়।


বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে যশোর কোর্টে পাঠানো হবে।

খুলনা এর আরও খবর: