জেসিআই ঢাকা ফাউন্ডার্স এর সহযোগিতায় রংপুরে লাল সবুজ সোসাইটির উদ্যোগে ১০০ শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন   |   সারাদেশ




সৌরভ সাহা,

রংপুর, ৮ জানুয়ারি ২০২৫:


 শীতের তীব্রতা থেকে অসহায় ও শীতার্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে রংপুরের লাল সবুজ সোসাইটি। মঙ্গলবার, সংগঠনটি যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ জন শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করে।


এ সময় লাল সবুজ সোসাইটির সদস্যরা বলেন, ‘‘শীতের মৌসুমে গরীব ও অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ করা আমাদের সামাজিক দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, আমাদের ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা সহায়তা পৌঁছাতে সক্ষম হবে।’’


কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং সমাজসেবক ও সংগঠক খন্দকার আব্দুল হাসনাত ফখরুল আলম।

 স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘লাল সবুজ সোসাইটির এই ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অন্যান্য সংগঠনগুলোকেও এমন উদ্যোগ গ্রহণের জন্য এগিয়ে আসা উচিত।’’


কম্বল পেয়ে খুশি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ বলেন, ‘‘এতদিন শীতের কারণে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, আজকে কম্বল পেয়েছি, যা আমাদের অনেক উপকারে আসবে। আমি সংগঠনটির কাছে কৃতজ্ঞ।’’


কম্বল বিতরণের পাশাপাশি, সোসাইটির সদস্যরা শীতবস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশেপাশে মানুষের মধ্যে তথ্য প্রচার করেন।