সলঙ্গার আমশড়ায় তাফসীরুল কোরান মাহফিল
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
আগামী কাল শুক্রবার (১০ জানুয়ারী) বাদ আছর হতে সলঙ্গা থানার স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান আমশড়া কওমীয়া হাফিজিয়া মাদ্রাসা এন্তেজামিয়া কমিটির আয়োজনে ২৬ তম তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার। সভাপতিত্ব করবেন মাদ্রাসার সভাপতি মুফতি আখতারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ ইসলামী ব্যাংকের সদস্য সচিব,শরীয়াহ সুপারভাইজারী বাংলাদেশ পিএলসি ও ঢাকার বাদশা ফয়সাল ইন্সটিটিউট জামে মসজিদের খতিব প্রফেসর আলহাজ্ব শায়েখ ড. মোহাম্মদ আব্দুস সামাদ,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস ছাত্তার,ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম সহন তালুকদার।প্রধান বক্তা হিসেবে কোরান-হাদিস থেকে মুল্যবান তাফসীর পেশ করবেন,ধর্মীয় আলোচক মুফতি রাফি বিন মনির, ঢাকা। দ্বিতীয় বক্তা আলহাজ্ব আবুল খায়ের আনসারী,সিরাজগঞ্জ।উক্ত জালসায় মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান করা হবে। মা-বোনদের জন্য স্যাটালাইটের মাধ্যমে জালসা শোনার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।উক্ত মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।