সাতক্ষীরা সীমান্তে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

 প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

সাতক্ষীরা অফিসঃ সাতক্ষীরা সীমান্ত থেকে (২৪৯ গ্রাম ওজনের) ০২টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলাম (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


বুধবার (১৬ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। 


আটক শাহারুল কলারোয়া থানার সোনাবাড়িয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে। 


বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৪,৯৪,২৪৯/- (চৌদ্দ লক্ষ চুরানব্বই হাজার দুইশত ঊনপঞ্চাশ) টাকা মূল্যের (২৪৯ গ্রাম ওজনের) ০২টি স্বর্ণের বারসহ পাচারকারী চক্রের সদস্য শাহারুল ইসলামকে আটক করে। 


আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা এর আরও খবর: