ঝিকরগাছায় বিদেশি মদ সহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় ১৪ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের প্রাইভেটকার সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ মার্চ) বিকেলে পারবাজার থানার মোড় এলাকা থেকে তাদের আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৩), ভবেরবেড় গ্রামের মফিজুর শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও সাদিপুর গ্রামের সাদেক আলীর ছেলে রাব্বি (১৮)।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে ঝিকরগাছা থানার এসআই সৈয়দ আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সসহ ঝিকরগাছা থানার পারবাজার থানার মোড় নামক স্থানের যশোর টু বেনাপোল গামী হাইওয়ে রাস্তার উপর হইতে ১৪ বোতল বিদেশি বিভিন্ন ধরনের মদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের প্রাইভেটকার এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত ৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ তাদের আটক করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।