বেনাপোল পোর্ট থানার পৃথক দুটি অভিযানে ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ একাধিক মামলার দুইজন আসামী গ্রেফতার।
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও কামাল হোসেন ভূঁইয়া অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা,যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান,এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, বেনাপোল পোর্ট থানা,যশোর সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ২৭/০৩/২০২২ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বলফিন্ডের পশ্চিমপাশে পাকা রাস্তার উপর হতে ৪২ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী মোঃ ইয়াছিন আরাফাত, পিতা-মোঃ তবিবার রহমান, গ্রাম- কাগজপুকুর পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা–যশোর এবং ২৭/০৩/২০২২ খ্রিঃ তারিখ ১৪.২০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিন বারপোতা গ্রামস্থ পাপড়াতলা জনৈক মনির হোসেন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ০৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ সম্রাট হোসেন(৩৫), পিতা-জলিল হুজুর, গ্রাম-পুটখালী (পূর্বপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর দ্বয়কে ধৃত করেন। এই সংক্রান্ত্রে বেনাপোল পোর্ট থানায় দুইটি পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।