বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।
শুক্রবার ভোরে বারোপোতা ও ভবারবেড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জৎ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) ও ভবারবেড় গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মো. জাকির হোসেন (৫১)।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পৃথক দুটি অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।