বেনাপোলে গাঁজা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৩ জুন ২০২২, ১০:৫৪ অপরাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত ও যশোর কোতোয়ালি এলাকা থেকে পৃথক অভিযানে ৬ কেজি ৫শ' গ্রাম গাঁজা সহ ৫ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। 


শুক্রবার (৩ জুন) সকালে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলো, সাইদুল রহমান (৩২), পিতা- মঞ্জুর আলী, ইমাদুল ইসলাম (৩৫), পিতা মৃত- তাহাজ্জুত আলী, মেহেদী হাসান (৩৬), পিতা- শাহ জামান, সর্বসাং- মানকিয়া, (৪) আরিফ হোসেন (৩৪), পিতা- মজনু হোসেন, সাং- রঘুনাথপুর ও মশিয়ার রহমান (৪৭), পিতা মৃত- নিসার আলী, সাং- মানকিয়া সর্বথানা- বেনাপোল পোর্ট থানা। 


পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান ও এসআই নিতাই চন্দ্র দাসদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম অভিযান বেনাপোল এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করে।  


উদ্ধারকৃত মাদকাদ্রব্যের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।


অপরদিকে, ডিবি যশোরের এসআই সোলাইমান আক্কাস ও এসআই শেখ আবু হাসানদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালী এলাকা হতে ১ কেজি ৫শ' গ্রাম গাঁজা সহ মশিয়ারকে গ্রেফতার করে।  


উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৫ হাজার টাকা।


জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

খুলনা এর আরও খবর: