শার্শায় ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

 প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৫:১৪ অপরাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শাশায় ৩০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। 


শনিবার (১৮ জুন) দুপুরে শার্শার নাভারন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার 

বালুন্ডা দক্ষিনপাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে নাসির উদ্দিন (২৬) ও শার্শা থানার

নাভারন রেলবাজার এলাকার রুহুল আমিন গাজীর ছেলে রিপন হোসেন (৩৫)।


পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম নিয়ে যশোর টু বেনাপোলগামী সড়কের নাভারন মোড়স্থ সোহাগ পরিবহন কাউন্টারের সামনে হতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।  


উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০ হাজার টাকা। 


এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবি।

খুলনা এর আরও খবর: