শার্শা সীমান্তে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক-২

 প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল ও শার্শায় ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  আটককৃতরা হলেন, শার্শার কামার পাড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২২) ও পাকশিয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে তাইজেল খাঁ (৩৩)।


এবিষয়ে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের দুটি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুলনা এর আরও খবর: