শার্শায় ১oo বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০১:১৭ পূর্বাহ্ন   |   খুলনা




মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ রাকিব হাসান (২৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।


বুধবার (১৩ জুলাই ) বিকালে তাকে ফেনসিডিলের এ চালান সহ গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত রাকিব শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃতঃ কোরবান আলীর ছেলে। 


ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই রইচ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন পাঁচভুলট সাকিনস্থ জনৈক রাকিব হোসেনের বসতবাড়ীর পশ্চিমপাশে পাঁচভুলট হাফেজিয়া মাদ্রাসা টু অগ্রভুলট গামী পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক কারবারি রাকিবকে গ্রেফতার করা হয়। 


উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২ লক্ষ টাকা।


এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান ডিবি।

খুলনা এর আরও খবর: