বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক
মনা,বেনাপোল যশোর প্রতিনিধিঃ
যশোর বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ৫শ" গ্রাম গাঁজা সহ তরিকুল ইসলাম (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।
আটক তরিকুল বেনাপোল পোর্ট থানার শাঁখারীপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস সংগীয় ফোর্সের সহায়তায় বেনাপোল থানার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে অভিযান চালিয়ে ১ কেজি ৫শ" গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৪৫ হাজার টাকা।
এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবি।