যশোর বেনাপোলে শীতর্থদের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংক "র ৫৬০ টি কম্বল বিতরণ

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন   |   খুলনা



মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

আর্ত মানবতার সেবার ব্রতী নিয়ে যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল বাজারস্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক,বেনাপোল শাখা ৫৬০ জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করে।


বুধবার(২১ ডিসেম্বর) বিকালে ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে অসহায় এবং দু:স্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণকালীন সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) নারায়ণ চন্দ্র পাল।

এ সময় ব্যাংক ম্যানেজার শরিফুল ইসলাম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যাংক গ্রাহক-বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন, কাজী রাশেদুর রেজা,আমিনুল হক আনু প্রমূখ।


ব্যাংক শাখার ম্যানেজার শরিফুল ইসলাম বলেন,”আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড” বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমগ্র শাখার ন্যায় বেনাপোল শাখার পক্ষ থেকে আজ ৫৬০ জন অসহায় এবং দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খুলনা এর আরও খবর: