সাতক্ষীরার কালীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত ১
মনা যশোর
প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজিজুর রহমান (১৫) নামে এক কিশোর চালক নিহত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালিগঞ্জ-তালতলা সড়কের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা প্রাইমারি স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজিজুর রহমান উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের হতদরিদ্র আবু জাফর মোড়লের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুর রহমান তার ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে মুকুন্দপুর চৌমুহনী এলাকা থেকে কালিগঞ্জ অভিমুখে আসছিল। হোগলা পাইমারি স্কুলের সামনে পৌঁছানোর পর দ্রুতগতির মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিবলী গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত আজিজুর রহমানকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জিরনগাছা নামক স্হানে পৌছালে তার মৃত্যু হয়। পরে লাশ হোগলা রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে রাখার পর থানা থেকে উপ-সহকারী পরিদর্শক শফিউল আলম ও নিহতের পরিবারের সদস্যরা সেখানে গেলে তার পরিচয় সম্পর্কে জানা যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।