দিনব্যাপি পৃথক অভিযানে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিল এবং ৫ বোতল বিদেশী মদ সহ ৩ জন কে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
যশোরে বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
বেনাপোলে দিনব্যাপি পৃথক অভিযানে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিল এবং ৫ বোতল বিদেশী মদ সহ ৩ জন কে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এর মধ্যে ০৩ বোতল বিদেশী মদ সহ মেহেদী হাসান(২১) কে, ০২ বোতল বিদেশী মদ সহ মোঃ গফ্ফার সরদার(৪৩) কে এবং ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মুসা মোল্লা(২৪) কে গ্রেফতার করে পুলিশ।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম, মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বেলা ২’৩৫ মিনিটের দিকে বেনাপোল রেলস্টেশন রোডের মোঃ রমজান মোল্যার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০৩ বোতল বিদেশি মদসহ আসামী মেহেদী হাসান কে,বিকাল ৩’২০মিনিটের দিকে বেনাপোল পোর্টথানাধীন ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের পিছনে রাজগুলের বাড়ির পশ্চিম পাশ হতে ০২ বোতল বিদেশী মদ সহ গফ্ফার সরদার কে এবং রাত ৮’৪৫ মিনিটের দিকে একই থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ জাহাঙ্গীর ড্রাইভারের বাড়ীর সামনে হতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মুসা মোল্লা কে গ্রেফতার করে।
আসামী মেহেদী হাসানের বাড়ী বেনাপোল পোর্টথানাধীন সাদীপুর গ্রামে,তার পিতার নাম পল্টু সরদার,আসামী গফ্ফার সরদারের বাড়ী একই থানার দিঘীরপাড় গ্রামে,সে মৃত গোলাম মোস্তফার ছেলে,আসামী মুসা মোল্লার বাড়ী একই থানার বড় আঁচড়া গ্রামে তার পিতার নাম কাওছার মোল্লা।
আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেশ কিছু বিদেশী মদ এবং ভারতীয় ফেন্সিডিল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মাদক পাচারকারীরা প্রস্তুতি নিচ্ছে,এমন গোপণ সংবাদ পেয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ দিনব্যাপি অভিযান পরিচালনা করে। পৃথক সেই অভিযানে ৫বোতল বিদেশী মদ এবং ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ আসামী ০৩(তিন) জন কে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দিয়ে যশোর জেলা সদরের বিজ্ঞ আদালতে পাঠাবার প্রক্রিয়া চলছে।