যশোরে বেনাপোল সীমান্তে ৬৩ পিছ স্বর্ণের বার ও মোটর সাইকেল সহ আটক-১
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা ২১বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলের শার্শা সিমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ৬৩ পিস স্বর্নের বার সহ এক মোটর সাইকেল পাচারকারীকে আটক করেছে।
আজ১৭ জানুয়ারী সন্ধ্যায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান,তার নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামস্থ নয়কোনা বটতলা নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর বিজিবি টহল দল ০১টি মোটর সাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে মোটর সাইকেলটি থামানোর জন্য সংকেত দেয়। উক্ত ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুতবেগে চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে বর্ণিত ব্যক্তির সাথে থাকা মোটর সাইকেলটি তল্লাশী করে ৭.৩৩৭ কেজি ওজনের মোট ৬৩ পিস স্বর্ণের বার এবং ০১ টি মোটর সাইকেলসহ মোঃ আব্দুর রাজ্জাক (৪৮), পিতা-মৃত শমসের সরদার, গ্রাম- বারোপোতা, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা মোটর সাইকেলের চেসিসের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামী স্বর্ণের বারগুলো পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য-৫,৯০,৮১,১৯৪/-(পাঁচ কোটি নব্বই লক্ষ একাশি হাজার একশত চুরানব্বই টাকা)।
উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২১ (একুশ) বারে ২১ জন আসামীসহ সর্বমোট ৫৭ কেজি ০৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৪১,৭৮,৬৩,৬৯২/- (একচল্লিশ কোটি আটাত্তর লক্ষ তেষট্টি হাজার ছয়শত বিরানব্বই) টাকা।