যশোরের বেনাপোল ডিবির অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন   |   খুলনা



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।


আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার (২২) উভয় থানা বেনাপোল পোর্ট যশোর।


শুক্রবার (২৭ জানুয়ারি ) বিকালে ডিবি পুলিশ জানায় বেনাপোল পোর্ট থানাধীন রায়পুর গ্রামের পাকা রাস্তার পূর্বপাশে অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০.০০০/= (দুই লক্ষ দশ হাজার টাকা।


যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

খুলনা এর আরও খবর: