যশোর শার্শার নিজামপুর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

 প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন   |   খুলনা



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়নে উদ্বোধন করা হয় আওয়ামী লীগের কার্যালয়।


মঙ্গলবার (২১শে মার্চ) বিকেলে ইউনিয়নের বাসাবাড়ী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন - যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। 


১১নং নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।


প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, আপনাদের হাতে অফিসটি তুলে দিতে পেরে আমি গর্বিত। আশাকরি সকলেই এই অফিসে এখন থেকে সময় দিবেন এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে এই অফিস।


ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব জানান, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা ও দলীয় ঐক্য অটুট রাখতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জননেতা শেখ আফিল উদ্দিন এমপির সুযোগ্য নেতৃত্বে নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিগত দিনগুলোর চাইতে বর্তমানে ঐক্যবদ্ধ ও শক্তিশালী।

খুলনা এর আরও খবর: