ঝিকরগাছার পানিসারায় প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ফিজিও থেরাপী ক্যাম্পের শুভ উদ্বোধন

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৯:১৪ অপরাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।

প্র‌তিবন্ধীদের ঘৃনা নয় ,ভালোবাসুন" শ্লোগান ন‌িয়ে শ‌নিব‌ার সকালে যশোরের ঝিকরগাছার পা‌নিসারা ইউ‌নিয়নের রঘুনাথনগর বাবর আলী সরদার বিশেষ প্র‌তিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে প্র‌তিবন্ধী শিক্ষার্থীদের ফি‌জিও থেরাপী ক্যাম্পের শুভ উ‌দ্বোধনী অনু‌ষ্ঠিত হয়। সভাপ‌তিত্ব করেন বিদ্যালয়ের সভাপ‌তি আব্দুল আলীম। 


অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন, যশোর- ২ আসনের সংসদ সদস্য বীরমু‌ক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ)  অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন। 


বিশেষ অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন , ঝিকরগাছা উপজেলা প‌রিষদের চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, ঝিকরগাছা থানার অ‌ফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান সে‌লিম রেজা, ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও পা‌নিসারা ইউ‌নিয়নের চেয়ারম্যান নও‌শের আলী। 


আরো উপ‌স্থিত ছিলেন, যশোর জেলা যুবলীগের সহ সভাপ‌তি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি ও যুবলীগ নেতা র‌ফিকুল ইসলাম বাপ্পী, যুবলীগ নেতা শামীম রেজা, শা‌হিদুর রহমান শিপলু, এমামুল হা‌বিব জগলু, আজাহারুল ইসলাম লাবু,পা‌নিসারা ইউ‌নিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর কাদের , সহসভাপ‌তি গোলাম সরোয়ার শেবা, ইউ‌নিয়ন  স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল কালম ভুলু, ঝিকরগাছা ম‌হিলা ডি‌গ্রি কলেজের অধ্যক্ষ শাহানুর কবীর,‌ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরান রশীদ, পা‌নিসারা ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি আ‌রিফুল ইসলাম  তুষান, ছাত্রলীগ নেতা হাসানুর ফয়েজ মজনু প্রমূখ।

খুলনা এর আরও খবর: