স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে তেরখাদা উপজেলা শাখার অবস্থান কর্মবিরতি পালন
জিয়াউল ইসলাম : ব্যুরো প্রধান খুলনা :
স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্রান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্যা বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টও সেক্টোরাল এসোসিয়েশনের অনির্দিষ্ট কালের কর্মবিরতি কর্মসুচি অনুযায়ী খুলনার তেরখাদা উপজেলা শাখা হেলথ্ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ্ ইন্সপেক্টর এসোসিয়েশন গতকাল রবিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। স্বাস্ব্য পরিদর্শক মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, সহকারী স্বাস্ব্য পরিদর্শক সুদিপ্ত কুমার বিশ্বাস, মোস্তফা কামাল হোসেন, নজরুল ইসলাম, এম এ হাসিব টিটো, মোহায় মিনুল, মাজহারুল ইসলাম, মনোয়ারা বেগম, মধুমিতা বৈদ্য, মিরা রানী বিশ্বাস. রিপা মোনালিসা, রাখী বালা, বিনয় কুমার বিশ্বাস, শান্তি লতা, নিলিমা রানী দাস, মোঃ জুয়েল রানা, নার্গিস খান, নার্গিস খাতুন। উল্লেখ্য কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী গত ২৬ নভেম্বর থেকে অনিদিষ্ট কালের কর্মবিরতি পালন করেছে আসছে সংগঠনটি।