বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত
জিয়াউল ইসলাম : ব্যুরো প্রধান খুলনা :
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনা এর উদ্যোগে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে বাংলাদেশ সরকার মুজিব র্বষ বাস্তবায়নের লক্ষ্যে এই মহামারি মোকাবেলায় জোর দেন এর প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনা এ স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং আয়োজন করা হয়। কোভিড—১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগনকে সচেতন করার জন্য র্যালী বের করা হয়। এসময় মাস্ক এবং লিফলেট বিতরণ করে জনগনকে কোভিড—১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মানা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান। কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, এসময় উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীন, রেজিমেন্ট এ্যাডজুটেন্ট লেঃ দেওয়ান রফিকুল আউয়াল, এডিসি নর্থ শাহাবুদ্দীন আহমেদ, লেঃ শেখ মিজানুর রহমান, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।