শৈলকুপায় অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ‌দের মা‌ঝে ত্রান সামগ্রী ও নগদ টাক তু‌লে দিলেন ইউএনও কা‌নিজ ফা‌তেমা লিজা

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫৭ পূর্বাহ্ন   |   খুলনা


সম্রাট হোসেন :

ঝিনাইদ‌হের শৈলকুপা উপ‌জেলার ঝাউদিয়া আবাসন প্রক‌ল্পের এক‌টি ব‌্যারাকে আজ র‌বিবার সকা‌লে অ‌গ্নিকা‌ন্ডে ৮ টি প‌রিবা‌রের ১০ টি ঘর পু‌ড়ে যায়। অসহায় এ প‌রিবার গু‌লো‌কে উপ‌জেলা প‌রিষ‌দের পক্ষ থে‌কে ত্রান সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন নির্বাহী কর্মকর্তা কা‌নিজ ফা‌তেমা লিজা । প্রতি প‌রিবার‌কে নগদ ৫,০০০ টাকা,

চাল,ডাল,আলু,পেয়াজ,তেল লবন ,ম‌রিচ ও ২‌টি ক‌রে কম্বল তাৎক্ষ‌নিক প্রদান ক‌রেন । এসময় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) পার্থ প্রতিম শীল ,ওয়ার্ড কাউ‌ন্সিলর ম‌হিদুল ইসলাম ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

খুলনা এর আরও খবর: