১২ দিন অতিবাহিত হলেও ধর্ষক অধরা পুলিশ বলছে খুঁজে পাচ্ছি না

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন   |   খুলনা


সম্রাট হোসেন,  ঝিনাইদহ প্রতিনিধিঃ

০৯-০২-২১ইং

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুটিয়ানি গ্রামে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টা মামলায় আসামী যুগল কুমার অধরা রয়েছে। ১২দিন পর হলেও পুলিশ তাকে খুজে পাচ্ছে না। এ নিয়ে বাদির পরিবারে হতাশা নেমে এসেছে। তবে অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের তদ্বীরের কারণে আসামী গ্রেফতার হচ্ছে না। ধর্ষক যুগল কুমার স্থানীয় মন্দিরের ধর্মগুরু ও গুটিয়ানি গ্রামের মৃত অশ্বিন বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ইউনিয়নের গুটিয়ানি গ্রামে সোলারপ্লান্টের ভিতরে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে যুগল। এ সময় স্থানীয় ঝন্টু ও হাসানসহ অনেকে উপস্থিত হলে লম্পট যুগল ওই ছাত্রীকে সেচ পাম্পের মধ্যে তালা দিয়ে রেখে পালিয়ে যায়। এদিকে লোকলজ্জার ভয়ে ওই মুসলিম স্কুল ছাত্রী ঘরের মধ্যে থাকা ঘাস মারা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় মেয়ের মা ২৯ জানুয়ারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করের। মামলার ১২দিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক যুগলকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কাসেম বলেন, আমার আসামী ধরতে সাধ্যমতো চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, এখনো আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আশা করি দ্রুতই গ্রেফতার হবে।

খুলনা এর আরও খবর: