শৈলকুপায় কলাগাছ কাটতে এসে ধাওয়া খেয়ে পালালো দুর্বৃত্তরা
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ২০ শতাংশ জমির কলাগাছ কাটতে গিয়ে গ্রামবাসির ধাওয়া খেয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কাচেরকোল ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে চার-পাঁচজন দুর্বৃত্ত কলাগাছ কাটতে শুরু করলে জমির মালিকের নেতৃত্বে গ্রামবাসি তাদের ধাওয়া করে। জমির মালিক রতিডাঙ্গা গ্রামের কেয়ামত মোল্লার ছেলে শহিদুল ইসলাম অভিযোগ করেন, তার জমিতে বিভিন্ন জাতের দেড় শতাধিক কলাগাছ লাগোনো হয়। দুই মাস পরে এ সব কলার কাঁদি ৮০০ টাকায় বিক্রি হবে। তিনি অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বালিয়াঘাট গ্রামের পিকুল, জিকু, আব্দুল মজিদ ও সবুজ তার রোপিত কলা গাছ কাটতে এসছিল বলে তিনি ধারণা করেন। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, তিনি কলাগাছ কাটার ঘটনাটি শুনেছেন। কলাগাছের মালিককে তিনি থানায় একটি অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।