কালীগঞ্জে বাস উল্টে নিহত ৯

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৯ অপরাহ্ন   |   খুলনা


নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে নয়জন নিহত হয়েছেন।উপজেলার বারোবাজার এলাকায় বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর থেকে বাসটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়েছে।

মামুনুর রশিদ জানান, এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খুলনা এর আরও খবর: