ঝিকরগাছার ৮নং ইউপি চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে এক মহিলার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি : থানায় অভিযোগ।

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।


যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম'র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগকারী হলেন, উপজেলার কানাইরালী গ্রামের প্রবাসী বক্তজামানের স্ত্রী রেখা খাতুন (৩২),।


অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাধীন সাদিপুর বকুলতলা মোড়ে বাদীদের ৯ কক্ষ বিশিষ্ট একটি মার্কেট আছে। উক্ত মার্কেটের দোকান ঘর গুলো ভাড়া দেওয়ার ঘোষণা দিলে বিবাদী ৮নং নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মার্কেটের দুটি কক্ষ-দোকান ঘর ভাড়া নিতে চায়। বাদী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিবাদীর সাথে আলোচনা সাপেক্ষে দুই বছরের জন্য, উক্ত দোকান ঘরের অগ্রিম ২০ হাজার টাকা এবং প্রতিমাসে ভাড়া ১হাজার ৩শত টাকা নির্ধারণপূর্বক গত ২০১৮সালের ১লা ডিসেম্বর বিবাদী অন্যান্য শর্ত সাপেক্ষে, দোকান ঘর দুটি গ্রহণ করে। যাহা নন জুডিশিয়াল ৫০টাকার স্ট্যাম্পে লিপিবদ্ধ আছে। বিবাদী উক্ত দোকান ঘর ভাড়া নেওয়ার পর বাঁদিকে গত এক বছর নির্ধারিত তারিখে দোকান ঘরের ভাড়া প্রদান করিলেও গত অনুমান ১ বছর ৬ মাস ধরে কোন ভাড়া প্রদান করেনা। বিবাদীর নিকট ভাড়া চাইতে গেলে সে বাদীকে আজ না কাল বলে ঘোরাতে থাকে। বিবাদীর দেওয়া সময়ে তাদের নিকট টাকা চাইতে গেলে সে বাদীকে অপরাধমূলক কথাবাত্রা সহ বাদের বিদেশ প্রবাসী স্বামী দেশে আসলে তাহাকে বড় ধরনের ক্ষতি করবে, মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রধান করে। 


সর্বশেষ গত এক মাস পূর্বে নিকট উপরোক্ত টাকা চায় দিলে সে বাঁদিকে টাকা দিবে না বলে জানায় এবং পরবর্তীতে উক্ত টাকা চাইলে ফল ভালো হবে না মর্মে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে। এমত অবস্থায় বাদী বিবাদী কে দোকান ঘর ছেড়ে দিতে বলিলে বিবাদী অন্যথায় বাদীর নিকট অহেতুক ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করেন। এঘটনার বিষয় স্ট্যাম্পে স্বাক্ষরিত সাক্ষীগণ সহ স্থানীয় আরো অনেকেই অবগত আছে।


থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বাদী ৮নং নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম'র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিয়োগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা এর আরও খবর: