যশোরের ঝিকরগাছায় বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য হস্তশিল্পী বিষয়ক প্রশিক্ষণের পরিসমাপ্তি।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ৫ দিনের হস্তশিল্প ( কচুরীপানার পণ্য) বিষয়ক প্রশিক্ষণের পরিসমাপ্তি হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি’র (জাইকা) সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান’র সভাপতিত্ব উপস্থিত ছিলেন, ইউজিডিপি’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, উপজেলা সমবায়ের উদ্যোক্তা সাঈদ হাফিজ প্রমুখ।