শার্শায় কারেন্ট জাল জব্দ ও জরিমানা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন   |   খুলনা


 মনা,বেনাপোল যশোর প্রতিনিধিঃ

শোরের শার্শায় আইন অমান্য করে কারেন্ট জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ৩৫০ মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শার্শার নাভরন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, নিষেধাজ্ঞা থাকা সত্বেও ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি করছিলেন। এসব জাল দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করে থাকে। গোঁপন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহযোগীতা নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় দুই ব্যবসায়ীর দোকান থেকে ৩৫০ মিটার কারেন্ট জাল জব্দ ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা এর আরও খবর: