সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তার পাশে ৫ হাজার তালবীজ রোপন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও রাস্তার পাশে প্রায় ৫ হাজার তালবীজ রোপন করেছেন এক বৃক্ষ প্রেমিক। আমশড়া - জোড়পুকুর বাজারের নুর হোমিও হলের স্বত্বাধিকারী,বৃক্ষপ্রেমি যুবক মো: রাজু আহমেদ ( রুবেল) এর উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১ টায় থানার রৌহাদহ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ফরেস্ট অফিসের কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান ও রায়গঞ্জ উপজেলা ফরেস্ট অফিসার শফিকুল ইসলাম পিএম।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মনিরুল ইসলাম, বনিআমিন,এরশাদ,রাশেদুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়াও ক্ষুদ্রশিমলা হতে চকনিহাল সরকারি প্রাইমারী স্কুল পর্যন্ত এবং মাহমুদপুর ঈদগা মাঠ হয়ে কবরস্থান সহ বিভিন্ন রাস্তার পাশে চালতা, কাঁঠাল ও প্রায় ৫ হাজার তালের বীজ রোপন করা হয়।