লালপুরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রেস রিলিজ

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২২, ১০:১৮ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার



লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর-রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান।

গত ১৬ ডিসেম্বর দৈনিক আশ্রয়ন প্রতিদিন ও ২৯ ডিসেম্বর সমিজিক যোগাযোগ বিশ্ব বার্তা পত্রিকায় 'মনিহারপুর-রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবৎ শিক্ষক - কর্মচারীর সিংহভাগ অনুপস্থিত

স্থানীয়দের ক্ষোভ,' এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকদের দৃষ্টিগোচর হয়। প্রেস রিলিজে সংবাদটি সম্পন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করার অপচেষ্টা মাত্র বলে দাবি করা হয়। সংবাদটিতে যে সকল শিক্ষকদের নাম করা হয়েছে তাঁরা বিদ্যালয় সংশ্লিষ্ট কাজে, ছাত্র-ছাত্রী ভর্তি কাজে ব্যস্ত ছিলেন,যাহা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবগত ছিলেন। 

এহেন মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান।

মিডিয়া কর্নার এর আরও খবর: