বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর ফুটেজ নেওয়ায় সাংবাদিকদের ওপর চেয়ারম্যানের হামলা, থানায় অভিযোগ দায়ের।

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার



স্টাফ রিপোর্টার:

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে ইটের ট্রলির ধাক্কায় আছিয়া (৯) নামে ২ য় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। ৯ জানুয়ারী (মঙ্গলবার) সকালে মসজিদ ভিত্তিক ধর্মীয় পড়া সেরে বাড়িতে আসার পথে ইটভাটার মাটি বহনকারী ট্রলির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আছিয়া ওই গ্রামের মোঃ এনামুল মীরের মেয়ে।


দুর্ঘটনার খবর পেয়ে চ্যানেল এস টেলিভিশনের বাঘারপাড়া প্রতিনিধি গোলাম রসুল ও সত্যকন্ঠ পত্রিকার সম্পাদক বিলাল হুসাইন মৃতের ছবি তুলতে গেলে ৯নং জামদিয়া ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বতের নেতৃত্বে তার ছোট ভাই শেখ মামুন, ম্যানেজার মোঃ আলী হোসেন, সাইফুর রহমান, ছেলে কাব্যসহ অজ্ঞাতনামা ৩/৪ জন হামলা করে মোবাইল ফোন, ক্যামেরা, মাইক্রোফোন, ব্যাগ ছিনিয়ে নিয়ে ৪ ঘন্টা বাড়িতে আটকিয়ে রাখে। এ সময় চেয়ারম্যান সাংবাদিকদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক। 

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন,সাংবাদিক হেনস্থা হয়েছে এ ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


মোঃ হাচিবুর রহমান।

০১৭১৬৭৯৭৮৫৯

১০/১/২০২৪

মিডিয়া কর্নার এর আরও খবর: