মাননীয় প্রধানমন্ত্রী সকল সাংবাদিকদের জন্য রেশন কার্ড ও মাসিক সম্নানী ভাতার দাবী।

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:৪৭ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার



আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।

মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সকল      সংবাদকর্মী এবং কর্মচারীদের সালাম নিবেন। করোনা ভাইরাসের কারণে আপনার নির্দেশে গত ১৬ই মার্চ দেশের সকল কিছু বন্ধ হয়ে যায়।আপনার নির্দেশনা অনুযায়ী সবকিছু বন্ধ হওয়ার সাথে সাথেই, সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ১৬ই মার্চের পর থেকে কোন ঘরভাড়াও দেওয়া যাচ্ছে না, সংবাদকর্মী কর্মচারীদের বেতনও দেওয়া হয় না।


এই অবস্থা চলতে থাকলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে, দেশের ৮০% সকল বন্ধ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ সংবাদকর্মী ও কর্মচারীরা বেকার হয়ে আছে। পৃথিবীতে আপনার মত যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং মমতাময়ী প্রধানমন্ত্রী থাকতে যদি ৮০% বন্ধ হয়ে যায়। তাহলে এটি হবে আমাদের জন্য একটি কলঙ্কিত দেশ।      সাংবাদিকরা সবসময় দেশসেবা দিয়ে আসছে। আপনি যদি তাদের কথা না ভাবেন, তাদের দিকে সুনজর না দেন, তাহলে এই সংবাদকর্মীরা না খেয়ে মারা যাবে। এরা জাতীর সম্পদ, জাতি গঠনে বিরাট ভুমিকা রাখছে।


এই মহাসংকটে, মহাবিপদে বেঁচে থাকার জন্য প্রত্যেক সাংবাদিককে, একটি রেশন কার্ড ও মাসিক সম্মানী ভাতা দিয়ে তাদেরকে বাঁচতে সাহায্য করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের একমাত্র অভিভাবক, তাই আপনার কাছে এই আকুল আবেদনটি জানালাম। ভুল হলে ক্ষমা করে দিবেন।

আবেদনকারী:

দেশের সকল সংবাদকর্মী ।

মিডিয়া কর্নার এর আরও খবর: