মাদারীপুরের রাজৈর এ সাংবাদিক এস এম ফেরদাউস এর উপর অতর্কিত হামলা।

 প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার





মাদারীপুরের রাজৈর এ আজ ২০, মে২০২৫ ইং তারিখ মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকার সময় 


রাজৈর এ নিজ দোকান থেকে ডেকে রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি ,এস এমন ফেরদাউস হোসাইন এর উপর এক দল সংঘবদ্ধ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে রাস্তার উপর রেখে পালিয়ে যায়।



এস এম ফেরদাউস হোসাইন সাংবাদিকদের জানান, আমার দোকানে বসে পত্রিকা পড়তেছি এমন অবস্থায় এক ব্যক্তি আমাকে ডেকে বাহিরে উম্মেহানি হাসপাতাল এর সামনে একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধরক মার পিট করে রাস্তার উপর রেখে পালিয়ে যায়।পরে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।



ভূক্তভোগী ফেরদাউস সাংবাদিকদের জানান,উম্মেহানী হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীরদের চিন্তিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



এব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়।

মিডিয়া কর্নার এর আরও খবর: