মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন।
নিজস্ব প্রতিনিধি ঃ
১৫ মার্চ,২০২০
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হলের প্রধান গেটের সামনের সড়কে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
মানবজমিনের কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার জাহিদ হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের মাসুক আলতাফ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের আবুল কাশেম হৃদয়, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির কাজী এনামুল হক ফারুক, দৈনিক জনকণ্ঠের মীর শাহ আলম, দৈনিক কুমিল্লা কণ্ঠ সম্পাদক মো. কামাল উদ্দিন, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এটিএন নিউজের রফিকুল ইসলাম চৌধুরী খোকন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক, বিএসএস ও বাংলাদেশ বেতারের অশোক বড়–য়া, প্রথম আলোর গাজীউল হক সোহাগ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক প্রথম আলো ফটোগ্রাফার এম. সাদেক, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, গাজী টিভির সেলিম রেজা মুন্সি, যমুনা টিভির খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তরের দেলোয়ার হোসেন জাকির, দৈনিক শিরোনামের মো. মোতাহার হোসেন মাহাবুব, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল-২৪ এর জাহিদুর রহমান, এসএ টিভির আবু মুসা, বাংলাট্রিবিউনের মাসুদ আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবদুর রহমান, মাই টিভির জসিম উদ্দিন, সাংবাদিক অমিত মজুমদার প্রমুখ। কর্মসূচিতে বক্তারা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন