নাগরপুরে জনসচেতনতায় মাঠে নেমেছেন তারিন মসরুর

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:২২ পূর্বাহ্ন   |   ময়মনসিংহ


মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)।করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশের টিম যৌথভাবে টহল পরিচালনা করছেন।


বৃহস্পতিবার ০২ এপ্রিল  ২০২০, সহকারী কমিশনার(ভূমি) জনাব তারিন মসরুরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী  উপজেলার বিভিন্ন জায়গায় গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে। 


এ দিন উপজেলার পাকুটিয়া, মোকনা, মামুদনগর, সদর, সহবতপুর ইউনিয়নে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, শিশু, নারী ও বৃদ্ধদের পারতপক্ষে ঘর থেকে বের না হতে দেয়া, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া পংবাইজোরাতে চলমান হাট বন্ধ করেন এসিল্যান্ড তারিন মসরুর। পরবর্তীতে হোম কোয়ারেন্টাইনে থাকাদের তদারকি করা হয়। 


এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তারিন মসরুর জানান, নাগরপুরবাসিকে সরকারি নির্দেশনা মেনে ১১ এপ্রিল পর্যন্ত নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানানো হচ্ছে। ছিন্নমূল, কর্মহীন হয়ে পড়া জনসাধারণের নিকট খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেয়া অব্যাহত থাকবে। এ সময় তিনি করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহ এর আরও খবর: