উৎসবের রং লেগেছে খাগড়াছড়ির সবুজ পাহাড়ে, শুরু হলো পাহাড় জুড়ে বৈসাবির আমেজ।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন   |   জাতীয়




মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উদ্বোধন হয়েছে পাহাড়ের প্রাণের উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং, চাকমা সম্প্রদায়ের বিজু এবং বাঙালিদের চৈত্র সংক্রান্তি ও নব বর্ষবরণ উৎসব (বৈসাবি)।  



বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বৈসাবি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান । এ সময় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে হাজার ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙালি ও সাওতাল তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। যা পরিণত হয় সর্বস্তরের মানুষের মিলনমেলায়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।



এসময় রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী, সদর সেনা জোন কমান্ডার লে: কর্নেল খাদেমুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জেরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ব্রিগেডের জিটু আই মেজর মোস্তাফা আরেফিন, এনএসআইয়ের যুগ্নপরিচালক নাছির মোহাম্মদ গাজী, পুলিশের এ এসপি মোহাম্মদ মিজান, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা: ছাবের সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: