"বিডি ক্লিন এর তরুণদের পরিচ্ছন্নতা অভিযান "

 প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন   |   জাতীয়


লিটন ইসলাম, উপজেলা প্রতিনিধি, খানসামা, দিনাজপুর:

বিডি ক্লিন এর তরুণরা শুধু নিজেরাই সচেতন নয়, বরং সমাজের সকলকে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে সকলকে  উদ্বুদ্ধ করণ অভিযান চালিয়ে  যাচ্ছে । প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করছে।

এই প্রচেষ্টা শুধু সৌন্দর্য ফিরিয়ে আনবে না, বরং সুস্থ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একতাবদ্ধভাবে কাজ করলে পরিচ্ছন্ন বাংলাদেশ আর কল্পনা নয়, রূপ নিবে বাস্তবে।

প্রতিটি পরিচ্ছন্নতা অভিযান এর মত আজকেও সকলের প্রতি তাদের উদর্ত আহ্বান এই যে, "আপনিও আসুন আমাদের সাথে,

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার যুদ্ধে।"

০২ মে ২০২৫ তারিখ, শুক্রবার বিডি ক্লিন - ঢাকা (দক্ষিণ) ১১ নং জোন এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন করে । পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে আজ তারা ছুটে যায় সাঈদ খোকন সেন্টারের পার্কে । পরিচ্ছন্ন মানসিকতার চর্চায় বিডি ক্লিন এর প্রতিটি তরুণ তাদের ব্যক্তিগত জীবনের ব্যস্ততা কে একপাশে রেখে ছুটে যায় জনসাধারণের মাঝে, এক একটি আবর্জনার টুকরা তুলতে গিয়ে তারা রোপণ করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ এর বীজ।

আজকের অভিযানটি পরিচালনা করেন জোনাল সমন্বয়ক- সিয়াম ভুইয়া এবং 

শপথ পাঠ করেছেন- মির্জা আরিফ, আর সেই সঙ্গে যোগ দেয় ১১নং জোন (ঢাকা দক্ষিণ) এর সদস্যগণ ও উপস্থিত জনসাধারণ।

জাতীয় এর আরও খবর: