ফজলুর রহমান' নুন আনতে যার পান্তা ফুরায়! করোনা মহামারি অন্যদের মত ফজলুর জীবনেও অভিশাপ হয়ে এসেছে!

প্রতিবেদনঃ
দোকানের কাজ হারিয়ে খেয়ে না খেয়ে বহু দিনের জমানো টাকা আর ধার দেনা করে ১৫ দিন আগে ৮০ হাজার টাকায় একটি ব্যাটারিচালিত রিক্সা কিনে নেয়!
এই রিকশাটি পেয়ে ফজলুর মুখে আবার হাসি ফুটেছে, এই বুঝি অবস্থার পরিবর্তন হবে, পরিবারের মুখে অন্তত দু-বেলা খাবার তো জুটবে! কিন্তু না, আবার সেই স্বপ্ন ভঙ্গের গল্প! সোমবার জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে তার রিকশাটিও তুলে নেওয়া হয়।
আচ্ছা, এদেশে কত মানুষ মাদক বিক্রি করে, কত মানুষ ঘুষ খায়, কত মানুষ চুরি ডাকাতি করে, কত নেতা গরীবের ত্রান চুরি করে, কই তাদের তো কেউ উচ্ছেদ করেনা! তবে মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য অন্ন জোগাড় করা ফজলুদের পেটে কেন লাথি দেয়া হয়?
জানিনা কারা ভেবেছে-রিক্সা উচ্ছেদ করে, কুকুর নিধন করে, হকার ভাগিয়ে শহর আধুনিক করবে! অথচ এই শহর তো একদিন ফজলুদের ঘামেই তৈরি হয়েছিল!
আমরা বেমালুম ভুলেই গেছি' এই শহর যতটা আমাদের ততটা দারিদ্রতার কষাঘাতে জর্জরিত ফজলুদে!