ঝিনাইদহে আবাসিক থেকে যুবকের লাশ উদ্ধার।

খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের হোটেল রেডিয়েশন আবাসিক হোটেল থেকে ইন্দ্রজিত(৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হোটেলের ৪১৪ নং কক্ষ থেকে জালনার সাথে গামছা দিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।এসময় স্ত্রীকে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, ইন্দ্রজিত কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছী গ্রামের শ্রী শুসেন কুমারের ছেলে।সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে হোটেল রেডিয়েশনের ৪১৪ নং কক্ষে থাকছিল সে।তবে তার পেশা ও কাজ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ।
রাত ১০ টার দিকে হোটেল বয় রাউন্ডে এসে অনেকবার ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজা খুলে তার মৃতদেহটি উদ্ধার করে ঝুলন্ত অবস্থায়।
খবর পেয়ে ঘটনা স্থলে আসে ঝিনাইদহ সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।পুলিশ এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছে।তবে তদন্তের স্বার্থে চিরকুটের তথ্য প্রকাশ করেনি তারা।
ঝিনাইদহ সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানিয়েছেন,হোটেল কক্ষের ঐ রুমে ডাইরির পাতায় তার স্ত্রীর উদ্যেশে লেখা একটি চীরকুটে কয়েকজন ব্যক্তিকে দায় করেছেন তিনি।তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না।