৬ দফা দাবীতে নাটোরে বিভিন্ন আখ চাষী সমিতির বিক্ষোভ ও মানববন্ধন।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১০:৫২ অপরাহ্ন   |   জাতীয়


জাহিদ হাসান নাটোরঃ

 আখ চাষীদের পাওনা ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ ৬ দফা দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন আখ চাষী সমিতি। বুধবার দুপুরে চাষীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাটোর প্রেসক্লাবের সামনে আসে তারা মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাটোর চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, আখ চাষী সমিতির সভাপতি আব্দুল করিমসহ আখচাষী অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, চিনিশিল্পকে বি-রাষ্ট্রীয়করণ করা যাবে না। প্রতিমণ আখের মুল্য ২’শ টাকা করতে হবে। বছরের পর বছর আখের দাম বকেয়া রেখে চাষীদের হয়রানী করা বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

জাতীয় এর আরও খবর: