যশোরের শার্শা উপজেলার নাভারনে নারী ধর্ষণেন প্রতিবাদে মানববন্ধন।

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১০:৫৪ অপরাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 যশোরের শার্শা উপজেলার নাভারন বেগম ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় নাভারন বেগম ফজিলাতুন্নেছা  মহিলা কলেজের সামনে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শার্শা উপজেলা বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি প্রফেসর আসাদুজ্জামান আসাদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমেদ, যশোর জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আশিকুল দৌলা অলক, মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, বাংলাদেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সদস্য মুন্না সহ আরো অনেকে।


এসময় বক্তারা বলেন, দাবি একটাই ধর্ষকের ফাঁসি চাই। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ধর্ষকের জায়গা নাই। যারা ধর্ষন গণ-ধর্ষন করে, নারী ও শিশু নির্যাতন করে তারা পশুর চেয়েও জঘন্য। তাদের দ্রুত কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আইনের দীর্ঘসূত্রতায় যেন বিচার কার্যক্রম বিলম্ব না হয়।


নোয়াখালির বেগমগঞ্জের গৃহবধুকে যে অমানবিক নির্যাতন করেছে, ওই কুলাঙ্গাররা মানুষ হতে পারে না। যারা ধর্ষনকারী তাদের পক্ষে যেন কোন আইনজীবী না থাকে , সুপারিশকারী না থাকে। যদিও সুপারিশ করে তাদেরও ওই মামলার আসামী করার দাবি জানান বক্তারা। 


এদিকে, সম্প্রতি দেশব্যাপি ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদ সারাদেশে ধর্ষনের শাস্তির দাবিতে, গোটা দেশ উত্তাল হয়ে পড়ে। একই দাবিতে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আয়োজনে মানববন্ধন সফল করতে, বিভিন্ন সমাজ সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। দাবিতে কুকুর নিধন নয়, ধর্ষক নিধন চাই, আমি লজ্জিত আমি পুরুষ, নারীর প্রতি সহিংসতা, ধর্ষন ও সন্ত্রাস রুখে দাও, দাবি একটাই ধর্ষকের ফাঁসি চাই” শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় নাভারন বাজার।

জাতীয় এর আরও খবর: