লিঙ্গ কেটে শিশুকে হত্যা, মানববন্ধনে মানুষের ঢল।

সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আকবর আলীর পুত্র ও স্থানীয় লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন , গরুর পা কাটার স্বাক্ষী দেওয়ায় শিশু রবিউলের পুরুষাঙ্গ কেটে, চোখ দুটি নষ্ট করে, গাড় ভেঙ্গে, শরীরের একাধিক স্থানে সিগারেটের ছেকা দিয়ে হত্যা করা আধিযুগের সেই বর্বরতাকে হার মানিয়েছে। তাই আগামী ২০ অক্টোবরের মধ্যে আইন - শৃংখলা বাহিনীকে নিহত রবিউলের হত্যাকারী সাদিক - কাদিরকে গ্রেফতার করতে হবে। অন্যতায় আগামী ২১ অক্টোবর ২০২০ ইং বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত মানববন্ধন থেকে পরবর্তিতে কঠোর আন্দোলনের ডাক দিবেন এলাকাবাসী।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভােকেট মােহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস সালাম জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ রবিউল ইসলামের পিতা আকবর আলী, প্রবীন সাংবাদিক - কবি সাইদুর রহমান সাঈদ , ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল ওয়াহিদ, সমাজ সেবক শফিকুল ইসলাম বাবুল , উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খায়ের মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ইউসুফ , লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইছহাক হােসাইন, সিনিয়র শিক্ষক আবদুল গফুর, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হেকিম, মাদ্রাসা শিক্ষক হাফিজ আবদুল কাদির , রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু , বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির আহবায়ক আনিসুজ্জামান খান মেম্বার , সাবেক সাধারণ সম্পাদক আবদুস শহিদ , উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিল সুমন , সংগঠক সিরাজ মিয়া , গােয়াহরী গ্রামবাসীর পক্ষে প্রভাষক ইসলামুজ্জামান, রামপাশা নতুন বাজার সমিতির সাধারণ সম্পাদক সাদ আলম । মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিছবাউল ইসলাম ।
এসময় বিভিন্ন এলাকার নানান শ্রেণী - পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সকাল ১১ টার নিকে গাংগের পাড় এলাকায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লােকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং সােমবার রাত সাড়ে ৮ টায় রবিউলের মামা শওকত আলী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন ( ডায়েরী নং -৫৪৩ ) । নিখোঁজের পরদিন মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্থানীয় রামপাশা - বৈরাগীবাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডােবায় রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন কৃষক। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে । এঘটনায় ১২ অক্টোবর নিহতের পিতা আকবর আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মঙ্গলবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন । মামলা নং ৯ ( তাং ১০.১০.২০ ইং ) । ওই দিন বিকেলেই উক্ত মামলায় সন্দিগ্ধ এক অভিযুক্ত মহিলা কে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। তিনি উপজেলার করপাড়া গ্রামের আবদুল কাদিৱের স্ত্রী মাজেদা বেগম ( ৩৫ )।