বড়াইগ্রামে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং সমাবেশের অংশ হিসাবে বড়াইগ্রাম থানা পুলিশ কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে, এস আই শামসুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স নাটোর এসময় তিনি বলেন থানা হচ্ছে জনগণের সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার স্থল, মাদক, ছিনতাই, জঙ্গি কার্যক্রম, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুুুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান,উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ,অনুষ্ঠানে বক্তারা বলেন- নারীর উপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। নারী বিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করতে হবে। এ আচরণ যেই করুক, যেখান থেকেই আসুক, এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর উপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে।