রাজশাহীতে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৭:৪৯ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত,হোসেন রাজশাহী ব্যুরোঃ সারা দেশেরমতো রাজশাহীতেও নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ উপলক্ষ্যে গতকাল সকাল ১০টার সময় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মেট্রোপলিটনের আটটি থানার বিট পুলিশের সদস্যরা একত্রিত হয়। এ সময় বিভিন্ন ফেস্টুন ব্যনারে লিখে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। 


পাশাপাশি ধর্ষণের শাস্তি সরুপ নতুন আইনকে সাধুবাদ জানান বিট পুলিশ সদস্যরা। পরে সাহেববাজার মসজিদ প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, নারীর প্রতি সকলের সহনশীল হতে হবে। এর বাত্যয় ঘটলে আইন অনুয়ায়ী বখাটে ও ইভটিজিংকারীদের ছাড় দেয়া হবে না। কোন পরিচয় নয় বরং তাদের অপরাধি হিসেবেই বিবেচনা করবে পুলিশ।

তিনি আরো বলেন রাজশাহী শহরে কোন কিশোর গ্যাং, বাইকার গ্যাং, মাদক, সন্ত্রাসী এবং জঙ্গি থাকবে না। রাজশাহী শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা সবাই ওয়াদা করবো যে, রাজশাহী শহরে কোন ইভটিজিং, কোন মাদক, কোন সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী কাজকে প্রশ্রয় দিবো না।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ  সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) আবু আহাম্মদ আল মামুন সহ জনাব শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ, রাজশাহী, জনাব অঞ্জনা চৌধুরী, সাধারন সম্পাদক মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা, জনাব মোঃ নিজাম উল আজিম, ২১ নং ওয়ার্ড কাউন্সিল, জনাব সাবেরা ইয়াসমিন, শিক্ষিকা, শিমুল মেমোরিয়াল স্কুল, জনাব মোঃ হাবিবুর রহমান, ইমাম মালোপাড়া শাহী মসজিদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ । 

এসময় বক্তারা নারী নির্যাতন রোধে নারীর প্রতি সহনশীল আচরন করতে সকলকে অনুরোধ করেন। সে সাথে পরিবার থেকে নারী নির্যাতন বন্ধে করার আহ্বান জানান।

জাতীয় এর আরও খবর: