মোবাইল ফোনের কারনে নারীঘটিত অপরাধ বাড়ছে।

মোরেলগঞ্জ প্রতিনিধঃ
শিশু কিশোরদের হাতে দামি ফোন থাকায় নারীঘটিত অপরাধ বেড়েছ। চুরি, ছিনতাই, মাদক, মারপিটসহ নানা অপরাধের নেপথ্যেও দামি ফোন। বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় এমন অভিযোগ তুলেছেন বক্তারা।
খুন, ধর্ষণসহ সামাজিক অপরাধ রোধের জন্য সারাদেশের ন্যায় শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা।
বেলা ১১টায় থানার ওসি মো. মনিরুল ইসলাম সদর ইউনিয়ন পরিষদের সভায় অংশ গ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাহমুদ আলী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, মিনারা বেগম ও জাহাঙ্গীর হোসেন।
থানার ওসি এর পরে পৌরসভা, সানকিভাঙ্গা, বলইবুনিয়া ও নিশানবাড়িয়ার সভায় অংশ গ্রহন করেন। এ সময় তিনি এ সভার সুফল সম্পর্কে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করে নেন।