গাংনীতে নিখোঁজের একদিন পর পাওয়া গেল ভিক্ষুক জহুরা খাতুনের মরদেহ।

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে নিখোঁজের একদিন পর ভিক্ষুক জহুরা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদের মধ্যে আনসার ভিডিপি অফিসের সামনে থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জহুরা খাতুন গাংনী উপজেলার রাইপুর গ্রামের মৃত তাহাজ উদ্দীনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে জহুরা খাতুন খলিসাকুন্ডি এলাকায় ভিক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা একটি পাখি ভ্যানে করে তাকে গাংনী রাজা ক্লিনিকে পাঠায়। পাখি ভ্যান চালক রাজা ক্লিনিকে এসে জানতে পারে ক্লিনিকে এখন ডাক্তার নাই। তারপর থেকে আহত জহুরা খাতুন ও পাখি ভ্যান চালক নিখোঁজ থাকে।আত্মীয়-স্বজন ও গাংনী থানা পুলিশ আশেপাশের থানাগুলোতে খোঁজাখুঁজি করেও জোহরা ও ভ্যান আলার কোন সন্ধান পান নাই।
আজ শনিবার ভোর ছয়টার দিকে হাঁটতে যাওয়া কিছু সাধারণ মানুষ গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে একটি বৃদ্ধা মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয় জোহরা নামের এক বৃদ্ধা ভিক্ষুক। তাকে জনৈক্য এক ভ্যান চালক গাংনী রাজা ক্লিনিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে ভ্যান চালক ও ভিক্ষুক জোহরা খাতুন নিখোঁজ হন