ধর্ষণ নারী নির্যাতন ইভটিজিং মাদক জঙ্গিবাদ কিশোর অপরাধ প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোপাল তদন্ত কেন্দ্রে।

সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ
"নিরাপদ নারী, নীরাপদ দেশ,
সুখী সমৃদ্ধ বাংলাদেশ "
সারাদেশের মতো ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্রে ধর্ষণ নারী নির্যাতন ইভটিজিং মাদক জঙ্গিবাদ কিশোর অপরাধ প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘোপাল ইউনিয়ন তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ আনোয়ার করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক।বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ব্যবসায়ী মোঃ সেলিম, ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ মওসীন, ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ আইয়ুব, মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন,মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ও ঘোপাল ইউনিয়নের বিট অফিসার ছায়েদুর রহমান পি পি এম।
এতে আরো উপস্থিত ছিলেন, এস আই এনামুল হক,প্রবীণ আওয়ামীলীগ নেতা খুরশেদ আলম, ইউপি সদস্য জিয়া উদ্দিন শীমুল,বীর মুক্তি যোদ্ধা আমিনুল হক,বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন (বলি),ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু,ইউপি সদস্য সলিম উল্লাহ শামীম,ইউপি সদস্য ইদ্রিস মিলন শামীম,নারী সংরক্ষিত আসনের কহিনুর আক্তার,সুমি,শিরিন,উপজেলা যুবলীগ সদস্য হক সাব সহ শিক্ষক মুক্তিযোদ্ধা সাংবাদিক ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ছাত্রীদের পক্ষ থেকে মুহুরী গঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিনা আক্তার শুভেচ্ছা বক্তব্য দেন।
ঘোপাল তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন " ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ জনতাকে সেবা দিতে রাতদিন ২৪ ঘন্টা প্রস্তুত।
পুলিশ জনগনের বন্ধু।তিনি তার নাম্বার সবাইকে রাখতে বলেন, যেকোনো সময় কল দিলে সেবা পাবেন বলে সবাইকে আশাবাদ জানান।
ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক বলবেন "শেখ হাসিনার সরকার আমলে সুশাসন নিশ্চিত হয়েছে।