ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।

খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনা ডিবি পুলিশের একটি চৌকস দল ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে শনিবার ঝিনাইদহ থানাধীন ডেফলবাড়ীয়া তিন রাস্তার মোড় থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল ও একটি নাম্বার বিহীন সুজুকি ১৫০ সি.সি মটর সাইকেল সহ আসামি ১।মোঃ ফরহাদুল ইসলাম (২৭), পিতা- মোঃ সিরাজুল ইসলাম,সাং- ওয়ারলেস পাড়া, থানা-ঝিনাইদহ ২। মোঃ নাছিম (২০),পিতা- মোঃ অাব্দুর রাজ্জাক বিশ্বাস,সাং- বোয়ালিয়া,থানা-শৈলকুপা, উভয় জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।পরবর্তীতে অারও একটি অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার ও ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ অাসামি ১। শ্রী শিবু সাহা (২৪),পিতা-অানন্দ কুমার সাহা,সাং-কানাইপুর উত্তর পাড়া,থানা-কোতয়ালী ২। মোঃ হাসান খন্দকার (২০),পিতা- জাহিদুল খন্দকার,সাং-মোহণপুর,থানা- বোয়ালিয়া ৩।মোঃ নজরুল ইসলাম (৩০),পিতা-মোঃ ওয়াজ উদ্দীন,সাং-ইউসুফ পুর,থানা-কোতয়ালী,উভয় জেলা-ফরিদপুরদেরকে গ্রেফতার করে।