এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান - কাউন্সিলর শাহু।

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০১:৫৬ পূর্বাহ্ন   |   জাতীয়


লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ আলহাজ্ব শাহাদত আলি শাহু বলেছেন, এই বাংলাদেশ সবার, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। 


শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার রাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদত আলি শাহু হিন্দু ধর্মাবলম্বী দুঃস্থ নারী পুরুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে একথা বলেন তিনি।  


আগামী ২২ তারিখ হতে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। এ উপলক্ষে রাসিক শাহমখদুম থানা আওয়মীলীগের সাধারণ সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদত আলী শাহু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের দরীদ্র ও অসহায় ৫০০ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। শনিবার বিকেলে তার নিজ কার্যালয়ের সামনে এ কাপড় বিতরন করা হয়। 


এসময় তিনি আরও বলেন, প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করার অধিকার রয়েছে। তাই এ উৎসবের সময় তারা নতুন কাপড় পড়ে উৎসব করবে এটাই আমার চাওয়া। তাই সেজন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস।


তিনি প্রতি বছর সকল ধর্মের উৎসবের সময় সাধ্যমত সহয়তা এবং শাড়ী ও লুঙ্গিসহ অন্যান্য পোষাক বিতরণ করেন বলে জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন,শাহ্ মখ্দুম থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজউদ্দিন।

জাতীয় এর আরও খবর: