গাজীপুরে সাংবাদিক জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হামলা।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৩:০৭ পূর্বাহ্ন   |   জাতীয়


গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের বোর্ড বাজার এলাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সাংবাদিক জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা ঘটেছে। গতকাল রাতে সাংবাদিক জাহিদ হাসান টঙ্গী থেকে একটি আওয়ামীলীগের অনুষ্ঠান করে বাসায় যাওয়ার পথে এঘটনাটি ঘটে।


সাংবাদিক জাহিদ জানান, রাতে টঙ্গী থেকে বাসায় যাওয়ার পথে বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে  একটি পিকাপভ্যান থেকে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী হাতে রানদাও, চাপাতি, ছোড়াসহ দেশিও অস্ত্র ধারায় সাংবাদিক জাহিদ হাসানের উপর হামলা চালানোর চেস্টা করে। জাহিদ টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তার সহকর্মীকে শাহিনকে আটকিয়ে তার সাথে থাকা একটি ক্যামেরা, মোবাইলফোন ও নগত ৯ হাজার টাকা রেখে নিয়ে চলে যায়। তবে  এটা এটি পরিকল্পিত হত্যার চেষ্টা বলে জানান, সাংবাদিক জাহিদ হাসান জিহাদ। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

জাতীয় এর আরও খবর: